Male Hostel

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা

ছাত্রাবাস

 

মোট সিট সংখ্যা:

এম. এড.: ৪৮টি

বি. এড.: ৩২৮

অন্যান্য রুম সংখ্যা: ১০

সীট প্রাপ্তির যোগ্যতা:

বিএড, এম.এড, ডেপুটেট ও এমপিওভূক্ত শিক্ষক এবং বি.এড (সন্মান) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ভর্তিকৃত ছাত্র/প্রশিক্ষণার্থীরা সীট থাকা সাপেক্ষে ভর্তি হতে পারবে।

সীট প্রাপ্তি জন্য করণীয়:

ক) ছবিসহ আবেদন করতে হবে।

খ) সুপার ও সহ: সুপার কর্তৃক সাক্ষাৎকার

গ) হোস্টেল কর্তৃপক্ষ কর্তৃক বাছাই

ঘ) ভর্তির টাকা ব্যাংকে জমা

 

ছাত্রাবাসের সুবিধাদি

 

  1. খাট, আলমারি, টেবিল ও বেডিং সুবিধাসহ রুম;
  2. দুপুর ও রাতের খাবারের জন্য মেস সুবিধা;
  3. সার্বক্ষণিক ফুটানো পানি সরবরাহ;
  4. নামাজের সুব্যবস্থা;
  5. অধ্যয়ন কক্ষ;
  6. ক্যাবল সংযোগসহ টিভি ০2টি;
  7. অভ্যন্তরীণ খেলাধূলার ব্যবস্থা;
  8. দৈনিক পত্রিকা ০৪টি;
  9. বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা